চট্টগ্রাম নগরীর তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারের অভিযোগে নারীসহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন, মো.ইসমাইল (২৫), লায়লা বেগম (৩০) ও দিলারা বেগম (২৩) । তাদের সঙ্গে দুই শিশু আছে।
কোতয়ালী থানার এস আই কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, পাচারকারী ইয়াবার সাথে চালের পিঠা, আঁচারসহ বিভিন্ন পণ্য নিয়ে সিএনজি অটোরিক্সায় করে নগরীর তৃতীয় কর্ণফুলী সেতু থেকে কর্নেলহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় তাদের সঙ্গে দুই শিশুও ছিল । দেখে তাদেরকে পাচারকারী মনে হচ্ছিল না। কিন্তু আমাদের কাছে তথ্য থাকায় আমরা এ চালানটি আটক করতে পেরেছি।
তিনি জানান, শনিবার সকালে তারা ইয়াবাগুলো নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে আসে। আটক ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ইয়াবাসহ আটক তিনজনই রোহিঙ্গা বংশোদ্ভূত মিয়ানমারের নাগরিক বলে জানান তিনি।