গর্ভবতী হওয়ায় অন্যদের চেয়ে একটু ভারিই সে। তাই দল বেঁধে ঘুরতে পারে না । এমনকি চলাফেরা করতেও কষ্ট হয় তার। আর দশদিনের মতো ঠিক মতো ছুঁটতে পারেনি সে। তাইতো শেষ পর্যন্ত ২০ হায়েনার কাছে হারই মানতে হলো নিরীহ জিরাফকে। এটিই আফ্রিকার বনের নিত্য চিত্র। সম্প্রতি ২০ হায়েনা যখন একটি জিরাফকে আক্রমণ করে ঘায়েল করতে থাকে। সবশেষ তাকে শান্ত করেই ছাড়ে তখন ছবিগুলো বন্দী হয় কেনিয়ার আলোকচিত্রী মাশায় মারার ক্যামেরায়।
মারা বলেন, জীবন্ত ছবিগুলো ক্যামেরা বন্দী করার জন্য তিনি আগে থেকে তার ক্যামেরা সেট করে রেখেছিলেন।তাহলে দেখুন তার তোলা ছবিগুলো—
দৃশ্য এক.
দৃশ্য দুই.
দৃশ্য তিন.
দৃশ্য চার
দৃশ্য পাঁচ
দৃশ্য ছয়
এস রহমান/