রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোয়া এক কেজি হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো-মাটিকাটা এলাকার এনামুল হকের ছেলে সবুজ (২০), মহিশালবাড়ী এলাকার ইদ্রিস আলীর ছেলে হামিম ইকবাল (২১) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার হারুন মিয়ার স্ত্রী জয়া শিকদার (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৬ গ্রাম স্বর্ণ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ীরা গোদাগাড়ীর কামারপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।