ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি মঙ্গলবার ইন্ধিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন । তিনি তার প্রাইভেট জেটে করে এসময় রায়ে বারেলি থেকে ফিরছিলেন ।খবর জি নিউজের ।
প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের বিমানটি বন্দরে অবতরণের সময় একই রানওয়েতে ভারতের বিমান বাহিনীর ইলিইস্যন বিমানটি ছেড়ে যাওয়ার জন্য চালু ছিল । কিন্তু সৌভাগ্যবশত রাহুলের বিমান অবতরণের আগেই বিমানের পাইলট দক্ষতার সঙ্গে দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।
আর এর মাধ্যমে রানওয়েতে থাকা বিমানটির সঙ্গে সম্ভাব্য নিশ্চিত সংঘর্ষের হাত থেকে বেঁচে যায় বিমানটি । আর রাহুল গান্ধিও প্রাণে বেঁচে যান।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কক্ষের এই ত্রুটির কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।