জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রকৌশলী আবদুল মালেককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার আরেক আসামি আবদুল মালেকের স্ত্রী আম্বিয়া খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ রায় দেন।
আদালত আব্দুল মালেকের কারাদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।
উল্লেখ্য, বিগত ২০০৬ সালে তিন কোটি এক লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ধানমন্ডি থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।