নিজেদের মাঠে বিশ্বকাপের আসরে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
আজকের ম্যাচে জয় পরাজয় কোনোই প্রভাব ফেলবে না এবারের বিশ্বকাপে। তাই উভয় দলের জন্যই ম্যাচটি মর্যাদা রক্ষার শেষ লড়াই।
নিজেদের মাঠে হাজারো সমর্থকদের নিয়ে এই জয় হতে পারে বাংলাদেশের শেষ ভালো। আর তাই শেষটা যাতে ভালো হয় সেদিকেই তাকিয়ে আছে হাজারো ক্রিকেট প্রেমী।
এসএসআর/