সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র নুর ইসলাম নুরু এবং জেলা জামায়াতের আমীর আজিজুল হক সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
এআর