খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামি ৪ মে শুরু হবে। চলবে ৮ মে পর্যন্ত। এ সময়সূচি নিবাসি বাংলাদেশী বিনিয়োগকারীদের জন্য। অনিবাসি বাংলাদেশী বিনিয়োগকারীরা ১৭ মে পর্যন্ত আবেদন পৌঁছানোর সময় পাবেন। তবে তাদেরকেও ৮ মে-এর মধ্যে নির্ধারিত টাকার সমপরিমাণ ডলার দিয়ে ব্যাংক ড্রাফট করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৪ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) খুলনা প্রিন্টিংয়ের আইপিও অনুমোদন করে। প্রতিষ্ঠানটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে।
খুলনা প্রিন্টিংয়ের শেয়ারে কোনো প্রিমিয়াম নেই। ফেস ভ্যালু ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৪ টাকা ২৬ পয়সা।
লকপুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড করোগেটেড কার্টন উপৎপাদন ও প্রিন্টিং করে থাকে। এছাড়া হিমায়িত খাদ্য সংশ্লিষ্ট পলিথিন ব্যাগসহ নানা উপকরণ উৎপাদন করে এ কোম্পানি।