নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যহতি পেলেন যশোর-১ ও যশোর-২ আসনে আওয়ামী লীগের টিকেটে বিজয়ী প্রার্থী শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম।
রোববার নির্বাচন কমিশন কমিশন (ইসি) তাদেরকে বিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যহতি দেয়।
ইসি সূত্র আরও জানিয়েছে, দুই প্রার্থী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাদের অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
রোববার দুপুরের মধ্যেই বিজয়ী দুই প্রার্থীর সংসদ সদস্য হওয়ার গেজেট প্রকাশ করা হচ্ছে বলে জানায় ইসি সূত্র।
যশোর-১ ও যশোর-২ আসনে বিজয়ী এই দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসায় তাদের বাদ রেখে দশম সংসদের সদস্যদের গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।