চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় গার্মেন্টসে ঝুট কাপড় তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয় নি বলে জানিয়েছে আকবর শাহ থানা পুলিশ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় স্টেশন অফিসার মঞ্জুরুল হক অর্থসূচককে বলেন, আজ সকাল পৌনে ১০ টার দিকে গ্লাসকো কোম্পানির সামনে একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায় নি বলে জানিয়েছেন তিনি।