পদ্মা নদীতে শনিবার ভোর রাতে জেলেদের জালে ধরা পড়লো এক বিশাল বাঘাইর মাছ।
শনিবার সকাল ৭ টায় মাওয়া ঘাটের হাজী মো. আ. মজিদ শেখ মাওয়া মৎস্য আড়তে বিক্রি করেন ওই মাছটি।
শ্রীনগর থানার ভাগ্যকুল গ্রামের মো. মেছর আলী – মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ জানান আড়তে আমার ১৯ বছর অতিবাহিত হতে যাচ্ছে এর মধ্যে আমি এতো বড় বাঘাইর মাছ দেখিনি।
মাছটির ওজন ৫৭কেজি। পাইকারি দাম ৫০ হাজার টকায় মাছটি কিনেছেন আরেক জেলে।
পরে, অপর পাশের পাইকার মো. মোখলেছ, জাহাঙ্গীর, রাজিব ও খোকন শেখ বাঘাইর মাছ টি খুচরা বিক্রয়ের জন্য ক্রয় করেন।
এইচএইচকে/সাকি