কুষ্টিয়ার খোকসায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের পরে জানিপুর পুরাতন বাজারের গড়াই নদীর ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খোকসা থানার অফিসার ইনচার্জ আলী নেওয়াজ জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে এ বৃদ্ধ মারা গেছে।
এএকে/সাকি