ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে অবিলম্বে মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
শনিবার থেকে ইবির ছাত্রদল এই ধর্মঘট কর্মসূচি পালন করছে। সকালে ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাসে ভাংচুর চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাওয়ার পথে তিনটি এবং ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে কারাগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি বাসে ভাংচুর চালানো হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে লাগাতার ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চলছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে রাশিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা কারগারে আছেন। এরই প্রতিবাদে আজ থেকে অর্নিদিষ্টকালের ধর্মঘট পালন করছে ছাত্রদল।
কেএফ