জয়ের বিকল্প নেই দৃ’দলেরই। হারলে ছিটকে পড়তে হবে টূর্নামেন্ট থেকে। তাই জয়ের মিশন নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৯ রানের টার্গেট ছুড়ে দিল অসিরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টি২০ ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রথমে ব্যাট করে অসিরা। ব্যাটিং লাইনআপে সামর্থটা ভাল থাকলেও ম্যাক্সওয়েল ও হজ ছাড়া ক্যারিবীয় বোলারদের সামনে দাড়াতে পারেনি কেউ। ৪৫ হজের ৩৫ ছাড়া তেমন রান আসেনি কারও ব্যাট থেকেই। এছাড়া ওয়ারনারের ২০ ও অপরাজিত হ্যাডিনের ১৫ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের টার্গেট দেয়।
ক্যারিবিয়ানদের পক্ষে ২ টি করে উইকেট তুলে নেয় ক্যারিবীয় বোলার বদ্রি, নারিন, স্যামুয়েলস। এছাড়া সানটোনি ও ব্রাভো পায় একটি করে উইকেট।
এমআর