পূবালী ব্যাংক লিমিটেড ‘অফিসার’ পদে ১০০ জন লোক নিয়োগ করবে। যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করা হলে আবেদন করা যাবে। তবে দুইটি পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে।
অফিসার পদের জন্য প্রোভিশন পিরিয়ডে বেতন হবে ২০,০০০ টাকা। প্রোভিশন পিরিয়ড শেষে ব্যাংকের বেতন স্কেলে বেতন দেওয়া হবে।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ তে যাদের বয়স ৩০ এর মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে।
আবেদনের করার জন্য ৩০০ টাকা পূবালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
আবেদন করতে হবে পূবালী ব্যাংকের http://www.pubalibangla.com/career.asp এই লিঙ্কে।
সার্কুলারটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে-http://www.pubalibangla.com/download/GC.pdf