ধর্ম তো কচু পাতার জল নয় যে নড়লেই পড়ে যাবে। অতএব, পাকিস্তানের মতো একটি দেশ না থাকলেও ধর্মের কোনো কিছুই হবে না। কারণ ধর্মের ধারক ও বাহক তো স্বয়ং আল্লাহ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত ‘স্বাধীনতা আল্লাহর নেয়ামত: যুদ্ধাপরাধীদের বিচার কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আল্লাহ মহান। তিনি (আল্লাহ) ইবলিসের সাথে চেলেঞ্জ করেছেন যে, তুমি যতই আমার বান্দাদের বিপথে নেওয়ার চেষ্টা কর তারা অপরাধ করে ক্ষমা চাওয়ার সাথে সাথেই আমি তাদের ক্ষমা করে দিব।
দেশ স্বাধীন হওয়ার পর জামায়াত ইসলাম বাংলাদেশকে মেনে নেয়নি উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলাম মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে ইসলামকে আর ছোট করবেন না। ইসলামের নাম বিক্রি করে আর ব্যবসা করবেন না।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে ওলামা মাশায়েখের কেন্দ্রীয় নেতারা বক্তব রাখেন।
জেইউ/এএস