প্রিমিয়ার ব্যাংক লিমিটেড অফিসার (ক্যাশ) পদে লোক নেবে। যেকোন বিষয়ে মার্স্টার্স ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজ ২৭ মার্চ, বৃহস্পতিবার এই সার্কুলারটি হয়েছ।
তবে ঢাকার বাইরে এই পদের পোস্টিং দেওয়া হবে। চট্টগ্রাম, ময়মনমিংহ, নওগাঁ, নরসিংদী, রংপুর, সিলেট এবং টাঙ্গাইলে পোস্টিং হবে। আটটি ব্রাঞ্চে ৮ জন অফিসার নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল। অনলাইনে এই পদের আবেদন করা যাবে।
সার্কুলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন-http://jobs.bdjobs.com/JobDetails.asp?ID=528720&cid=2