এক বছরের ব্যবধানে ওয়ান ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে দশমিক ৭৪ শতাংশ। এই ব্যাংক ২০১৩ সমাপ্ত বছরে ইপিএস করেছে ২ টাকা ৬৮ পয়সা। আগের বছর অর্থাৎ ২০১২ সালে ইপিএস করেছিল ২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এই বছর ইপিএস কমেছে ২ পয়সা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ৯ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষণা করা হয়।
কোম্পানির এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ১৫ মে। আর রেকড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল। এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা। সকাল অনুষ্ঠিত হবে এই সভা।
সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ১৭ টাকা ৬১ পয়সা। এবং
২০১২ সালে এই ব্যাংকের শেযারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৫ দশমিক ২১।
অর্থসূচক/এমআরবি/