জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। বান কি মুন এসময় বাংলাদেশের আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হওয়ার আশা প্রকাশ করেন।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী ও বান কি মুনের মধ্যে ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে ফোন দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।