আগামি বছর বাংলাদেশ শিশু একাডেমী শিশু সাহিত্যিকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন শিশু একাডেমীর পরিচালক মো. মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকেলে পরিচালকের কার্যালয়ে আলাপকালে অর্থসূচককে তিনি এ সব কথা জানান।
এ সময় তিনি বলেন, মেলাকে সবার কাছে পৌঁছে দিতে ও শিশু সাহিত্যিকদের উৎসাহিত করতে এ পুরস্কারে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আগামি বছর এ পুরস্কার দেওয়া হতে পারে। শিশুদের জন্য রচিত বইগুলো উন্মোচনের জন্য মোড়ক উন্মোচন মঞ্চ থাকবে। যেখানে শিশু সাহিত্যিকরা তাদের বইয়ের মোড়ক উন্মোচন করতে পারবে।
তিনি বলেন, শিশু একাডেমী শিশুদের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এখানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্র চালু করা হয়েছে।
ঢাকার আজিমপুর, কেরানীগঞ্জ, গাজীপুরের টংগী, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় এই কেন্দ্রগুলো রয়েছে। এছাড়াও বাংরাদেশের প্রতিটি জেলায় রয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয় ও ইএলসিডি প্রোগ্রাম।
তিনি বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের পোষাক ছাড়াও খাওয়ার জন্য মাসে ৩ হাজার টাকা খরচ হয়।
তিনি আরও জানান, আগামি বছর আমাদের সকল ভুলত্রুটি থেকে কোড করে মেলাকে আরো ভাল করার পরিকল্পনা করছি।
এ সময় তিনি সকল মিডিয়াকে মেলা আয়োজনে সহযোগীতা করারও আহবান জানান।
অর্থসূচক.কম/ এসএস/সাকি