অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহিদউদ্দিন চৌধুরী এ্যানীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে এ নোটিশ পাঠান বলে নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাটার্য।
এরআগে ১২ মার্চ একই অভিযোগে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
দুদক সূত্র জানিয়েছে, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষীপুর ১ আসনের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিএনপির আমলে ও বিগত সরকারের সরকারের সময় সাংসদ থাকার সুবাধে জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র নেতা থেকে প্রভাবশালী নেতা হয়ে মজু চৌধুরীর ঘাট সংলগ্ন এলাকায় জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে সিঙ্গাপুর, কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলেও জানায় দুদক সূত্র।
এইউ নয়ন