আজ থেকে প্রায় ১৬৯ বছর আগে তোলা সৌরজগতের প্রাণ সূর্যের প্রথম স্থিরচিত্র। সেই সময়ে ফ্রান্সের দুই প্রকৃতিবিজ্ঞানী লিওন ফুকেট এবং লুইস ফিজিও সাদা-কালো মাধ্যমে বিশেষ কৌশল ব্যবহার করে এই অসাধ্য সাধন করছিলেন।
আজ থেকে প্রায় ১৬৯ বছর আগে তোলা সৌরজগতের প্রাণ সূর্যের প্রথম স্থিরচিত্র। সেই সময়ে ফ্রান্সের দুই প্রকৃতিবিজ্ঞানী লিওন ফুকেট এবং লুইস ফিজিও সাদা-কালো মাধ্যমে বিশেষ কৌশল ব্যবহার করে এই অসাধ্য সাধন করছিলেন। সম্প্রতি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ফটো বিভাগে এই ছবিটি প্রকাশ করা হয়।