
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. দুলাল মিয়া (৩৫) ও হেলপার ভোলা সদর উপজেলার সুমন মিয়া (২৫)।
ঘটনাসূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দিঘীর পাড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সাকি/