চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে ১৪০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বিমানের একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করায় কাওকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০ টার দুবাই থেকে আসা বাংলাদেশি বিমানের বিজি-০৪২ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান অর্থসূচককে বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪২ ফ্লাইটের একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ।
উল্লেখ্য গত কয়েক মাসের মধ্যে এটিই ওই বন্দরে সবচেয়ে বড় স্বর্ণের চালান।
কাস্টমস সূত্র জানিয়েছে আটক করা ওই স্বর্ণের বাজার দর আনুমানিক ৮ কোটি টাকা হবে।