জলবায়ু পরিবর্তন অনাগত বিপদগুলোর মধ্য সবচেয়ে ভয়াবহ। আগামী ৫০ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে বাংলাদেশসহ পৃথিবীর অসংখ্যা দেশের কয়ক কোটি মানুষ বাস্তুহারা হয় পড়বে। তাই ভবিষত্যের এই বিপর্যয় রুখতে কাজ করে যাচ্ছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো। সম্প্রতি সংস্থাটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে প্রকল্প প্রস্তাব আহবান করেছে। দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমে নির্বাচিত প্রকল্পগুলো বাস্তবায়নে ৫ হাজার মার্কিন ডলার সহায়তা প্রদান করা হবে।
ইউনেস্কো ব্রিজ ক্লাইমেট চেঞ্জ এডুকেশন প্রজেক্ট-২০১৪ শিরোনামের এই কার্যক্রমে অংশ নিতে চাইলে আগামি ৬ এপ্রিলের মধ্য বাংলাদেশ ইউনেস্কো কমিশন বরাবর প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য নিমোক্ত লিংকগুলোতে ক্লিক করুন :
ইউনেস্কো ব্রিজ ক্লাইমেট চেঞ্জ এডুকেশন প্রজেক্ট-২০১৪