ফটো গ্যালারিসর্বশেষ বন্ধু ৪:৫০ অপরাহ্ণ মার্চ ২২, ২০১৪ 0 88 ব্যাঙেদের পাঠশালা নেই, তাই হয়তো একসাথে পালিয়ে যাওয়ার সুযোগ মেলে না। তাই বলে দুরন্তপনায় মানুষের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই এই প্রাণীটি। এই যেমন, ইন্দোনেশিয়ার এক বনে দুষ্টুমির ফাঁকে এই ভঙ্গিতে ক্যামেরায় বন্দী হয়েছে ব্যাঙ দুটি।