মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনসহ নানা সংগঠনের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা অঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জি.এস.এম জাফরউল্লাহ্। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াকুব আলী হাওলাদার, গোপাল রাহা, ফাইজুল শরীফ, প্রমুখ।
সাকি/