দিনাজপুরের হাকিমপুর থানার মণ্ডবপাড়া এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১টি ভারতীয় বাইসাইকেল সহ এক যুবককে আটক এবং ছাইতান কুড়ি এলাকা থেকে ১৬ বোতল বিদেশী মদ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি’র একটি টহল দল ।
সূত্র জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার বুদ্ধি মন্ত মজুমদারের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল দলটি মণ্ডবপাড়া নামক স্থানে অভিযান চালায়। সেখান থেকে ১০ বোতল ফেন্সিডিল, একটি ভারতীয় বাইসাইকেলসহ শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে। আটক শফিকুল হাকিমুপরের ডাঙ্গাপাড়ার ধ্যানশ্যামপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
অন্যদিকে একই দিনে হাবিলদার সৈয়দ আলীর নেতৃত্বে ছাইতান কুড়ি এলাকা থেকে ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অনুমতি সাপেক্ষে আটক মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে।