ফরিদপুরে র্যালি, আলোচনা সভা ও মানবন্ধন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে নিজেদের অধিকারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার প্রতিবন্ধীরা। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন এ আয়োজন করে।
এছাড়া ফরিদপুরের জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখা, এনজিও ফোরামের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী গোবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।
এআর