খেলাধুলাসর্বশেষ ব্যাট করছে আফগানিস্তানঃ ৩৮/১ ৫:৫৩ অপরাহ্ণ মার্চ ১৮, ২০১৪ 0 45 হংকংয়ের করা ১৫৩ রানের জবাবে ব্যাট করছে আফগানিস্তান। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে তারা। নাজিব তারাকি ৭ রানে আউট হয়েছেন। দলীয় ১৪ রানের মাথায় তিনি তানভির আফজালের বলে আউট হন। ক্রিজে আছেন মোহাম্মদ শাহাজাদ ও আজগর।