সুন্দরবনের শরণখোলায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুর ৩ জন নিহত হয়েছে। নিহতরা বনদস্যুর শীর্ষ বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলো- কাদের ও কল্যাণ।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে র্যাব ১৬টি অস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।
কেএফ