শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রশিবিরের ডাকা লাগাতার ছাত্র ধর্মঘটের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট শুরু হয়।
নেতাকর্মীদের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির।
ছাত্র ধর্মঘটের সমর্থনে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে অর্ধশতাধিক শিবিরকর্মী একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আহমদ মানসুরের নেতৃত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেএফ