নরসিংদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার সন্ধ্যায় ঢাকা-টঙ্গি মহাসড়কের পলাশ উপজেলার ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, ঢাকার মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রিবাহী বাস ভাগদী এলাকায় পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালস্থ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি মালবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত না হলেও কাভার্ড ভানটি ছিটকে গিয়ে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও দুই পথচারী। আহতদের মধ্যে একজনকে নরসিংদী জেলা হাসপাতাল ও অপরজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।