প্রতিবেশিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য মাঠে নামছে সোনালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের সব শাখার চারপাশে ১০০ গজের মধ্যে অবস্থিত সব লোকজন ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তারা। সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
পরপর দু’বার সুড়ঙ্গ কেটে এবং ভল্ট ভেঙ্গে টাকা লুটের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মন্ত্রণালয়। তাই অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব ব্যবস্থা নিতে সোনালী ব্যাংককে নির্দশ দিয়েছে মন্ত্রণালয়।
অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক টিম গঠন করে সব শাখার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে সব শাখার চারপাশে অবস্থিত বাসভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিক, ভাড়াটিয়া, কর্মচারীদের নাম-পরিচয়পত্র সংগ্রহ করে থানায় জিডি করতে হবে। শুধু তাই নয়, সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং জনসংযোগ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন অর্থসূচককে বলেন, সোনালী ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে ব্যাংকের শাখা এলাকার আশপাশের লোকজন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এসব তথ্য ব্যাংক সংশ্লিষ্ট থানায় সংরক্ষণের কথাও বলা হয়েছে। সোনালী ব্যাংক জনগণের বিশ্বস্ততা অর্জন করতে সব ধরণের কাজই করে যাচ্ছে বলে জানান তিনি।
এসএই/