মানুষের সঙ্গে শত্রুতা নয়, এবার গাছের সাথে শত্রুতা। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাংগীপুকুর গ্রামে একটি বাগানের ১২শ আম ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রববার রাতে এক দল দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।
জানা গেছে ঢাংগীপুকুর গ্রামে তিন বছর আগে ৭ একর জমিতে আম্রপলি ও চায়না থ্রি জাতের আম লিচুর বাগান গড়ে তোলেন এনামুল হক সরকার। উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম জানান, ওই বাগানে দুই তিন বছরের মধ্যে গাছে ফল আসতো। কিন্তু দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে গাছগুলো কেটে দিয়েছে শত্রুতার আক্রোশে। বাগানের পাহারাদার জাকারিয়ার সঙ্গে তিন থেকে চারদিন আগে ওই এলাকার খলিল, সহিদুল ও দুলুর সঙ্গে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে জাকারিয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। এর জের ধরে ওই তিন ব্যাক্তি বাগানের গাছগুলো কেটে ফেলেছে বলে অভিযোগ করেন বাগান মালিক। এ ব্যাপারে ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।
সাকি/