দিন দিন টেলিভিশন চ্যানেলের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে অনুষ্ঠানের সংখ্যাও।এই অতিরিক্ত অনুষ্ঠানের ভীড়ে দর্শক টানা বা ধরে রাখাটাও বাড়তি চ্যালেঞ্জ।
তবে সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেলেগুলো এই চ্যালেঞ্জটা যেন কাটিয়ে উঠতে পেরেছে। আর সেটা পেরেছে বলিউডের তারকাদের কল্যানে।
দেশটির প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই কোনো না কোনো স্টেজ শো, টক শো,গসিপের আয়োজন করে থাকে। আর তাতে সঞ্চালকের দায়িত্বে থাকেন কোনো না কোনো তারকা।
প্রতি অনুষ্ঠানে তারকাদের এই উপস্থিতির কারণে কখনও কখনও অনুষ্ঠানের ধরনও এক হয়ে যায়। এবারও তেমনটিই ঘটল।
বলিউড সেনশেসন শিল্পা শেঠীর পরিচালনা ও প্রযোজনায় শুরু হতে যাওয়া নতুন এক টিভি শো নিয়ে তেমনই বিতর্ক শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে ‘সনি কা ডিল’ নামের ওই অনুষ্ঠানটি আমিরের জনপ্রিয় অনুষ্ঠান সত্যমেভ জয়েত্যের অনুকরণে তৈরি হচ্ছে। এ অভিযোগ নাকচ করে দিয়েছেন শিল্পা।
উল্লেখ্য শিল্পার সনি কা ডিলে সাধারণ সব মানুষের কথা প্রচার করা হবে। মূলত সমস্যায় জর্জরিত লোকদের সচেতনতা বাড়াতেই এ শোটি কাজ করবে বলে জানায় মিডডে।