ইনজুরি কাটিয়ে টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামলো বাংলাদেশ দল। আর টসে জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশের পক্ষে নিজেদের স্মরনীয় করে রাখতে আজ যারা মঠে নামলেন তারা হলেন- তামিম ইকবাল, নাসির হোসাইন, আনামুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সাব্বির রহমান, ফরহাদ রেজা, আল আমিন হোসেন ও মাহমুদুল্লাহ।
অন্যদিকে আফগানদের পক্ষে মোহাম্মদ শাহজাদf, নওরোজ মঙ্গল, করিম সাদিক, শফিকুল্লাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, দৌলত জর্দান, শাপুর জর্দান, আফতাব আলম ও নাজিব তারাকাই।
এদিকে আজকের খেলায় বাংলাদেশ দল জয়ের বিকল্প ছাড়া কিছুই চাইনা বলে মন্তব্য দলের অধিনায়ক মুশফিক রহিম।
এইউ নয়ন