ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ‌্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মালবাহী ট্রেন উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ‌্যুত ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ ক‌রা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন‌টির ১১ নম্বর বগি লাইনচ‌্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভো‌গে পড়েন যাত্রীরা।

পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ জানান, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যাচ্ছিল। এ সময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেল ক্রসিং পার হওয়ার সময় এক‌টি বগি চার‌টি চাকাসহ লাইনচ‌্যুত হয়। প‌রে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দি‌কে বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.