নওগাঁর সাপাহার উপজেলায় প্রবীণদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে ”ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল” এর সহযোগিতায় নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
আয়োজিত সমাবেশে সংস্থার এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সভাপতিত্ব করেন। সাপাহার থানার ওসি নূর ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন ঘোষণা করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের কনসার্ন অফিসার এসএ হালিম, প্রোগ্রাম অফিসার আসিফ আরিফিন, এরিয়া ফিন্যান্স অফিসার মঞ্জুরুল করিম, শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, শমসের আলী প্রমুখ।
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের নওগাঁ ব্রাঞ্চ মেডিকেল অফিসার ডা. রেশমা শিবিরে আসা প্রবীণদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
কেএফ/