দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
এবার নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন মধ্যে ৫৪টি কেন্দ্রে মোট ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ১শ ৪৯ জন।
সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রে সকালে ভোটাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। স্টাইকিং ফোর্স হিসেবে টহল দেয় সেনাবাহিনী। জুডিশিয়াল ও নিবার্হী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে থাকেন ভ্রম্যমাণ আদালত।
কেএফ