জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক হাবীবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ডাকা হরতালের সমর্থনে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
ছাত্রদল রংপুর বিভাগীয় কমিটির ডাকা হরতালে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের ঘোষপাড়ায় এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ।
বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান।
সাকি/