মানুষের মতো সিজারিয়ানের মাধ্যমে এবার জন্ম নিল গরিলা শাবক। শনিবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, জন্মের পর এখন শিশুটির জায়গা হয়েছে দিয়েগো সান ফ্রান্সিস্কো পার্কে।
পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়ে গরিলার মায়ের বয়স ১৮ বছর। নাম ইমানি। বুধবার সকালে সে খাদ্যর সন্ধানে গিয়েছিল। এ সময় তার প্রসব বেদনা ওঠলে তাকে স্থানীয় সাফারি পার্ক ভেটেরেনারি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তৎক্ষণাৎ জরুরি বিভাগের হিউম্যান সিজারিয়ান-সেকশনে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, গরিলা শাবক ইলা ওইদিন হাসপাতালে জন্মগত জটিলতাসহ তার মায়ের মুখের কিছুটা অবয়ব নিয়েই জন্মে। কিন্ত জন্মের পরপরই সে সুস্থ ছিল না। তাকে দুইদিন ইনটেনসিভ কেয়ারে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সুস্থ হলে তাকে পার্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
এস রহমান/