ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের অন্তর্ভুক্ত ৬৮ কোম্পানির মধ্যে ফেব্রুয়ারিতে মাত্র ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭ কোম্পানির শেয়ার ইলেকট্রনিক (ডিমেট) প্রক্রিয়ায় এবং ২টি কাগুজে শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ফেব্রুয়ারিতে ডিমেট প্রক্রিয়ায় লেনদেন হওয়া কোম্পানির তালিকায় রয়েছে এক্সেল সু, নিলয় সিমেন্ট, মুন্নু ফেব্রিকস, সজিব নিটওয়্যার, অ্যাপেক্স ওয়েভিং এবং ওয়াটা কেমিক্যাল।
এর মধ্যে মুন্নু ফেব্রিকসের শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ৬ টাকা ৫০ পয়সা টাকা দরে। এক্সেল সু সর্বশেষ লেনদেন হয়েছে ২৪ টাকা, নিলয় সিমেন্ট ২০ টাকা, সজিব নিটওয়্যার ৪৪ টাকা, অ্যাপেক্স ওয়েভিং ৬ টাকা ৩০ পয়সা এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এছাড়া কাগুজে শেয়ারের মধ্যে ম্যাকপেপার এবং মডার্ন সিমেন্ট।
এর মধ্যে ম্যাককিউ পেপার সর্বশেষ লেনদেন হয়েছে ৫০ টাকা এবং মডার্ণ সিমেন্ট লেনদেন হয়েছে ৬ টাকা ৫০ পয়সা।
ওটিসিতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এখনো ফেস ভ্যালুর নিচে রয়েছে।
বিনিয়োগকারীরা বলেন, ওটিসি মার্কেট চালু হওয়ার ৫ বছরের মধ্যে মাত্র ১২টি কোম্পানি ডিমেট প্রক্রিয়ায় লেনদেন হচ্ছে। তারপরেও এসব কোম্পানির শেয়ার লেনদেন করতে গেলে নানা ঝামেলা পোহাতে হয়।
অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একাধিবার এই মার্কেটের উন্নয়নে নানা পদক্ষেপ নিলেও কোন সুফল পাচ্ছে না বিনিয়োগকারীরা।
এসএ/