মাটি ও মানুষের কবি পল্লীকবি জসীমউদ্দিনের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০৪ সালে ০১ জানুয়ারি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্ম নেওয়া পল্লীকবি জসীমউদ্দীন ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে ফরিদপুর সাহিত্য পরিষদ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়, বিনোদন নাট্যদলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি জেলার গোবিন্দপুরে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কবির বাড়ির আঙ্গীনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। এ সময় অধ্যাপক এম এ সামাদ, মফিজ ইমাম মিলান, কবিপুত্র ড. জামাল আনোয়ার, অধ্যাপক আলতাফ হোসেন, আবু সুফিয়ান চৌধুরী কুশলসহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, পল্লীকবি জসিমউদ্দীন ছিলেন গ্রাম বাংলার মাটি ও মানুষের প্রাণের কবি। কবি সদাই তার সৃষ্টিতে অবহেলিত মানুষকে মূল্যায়ন করেছেন।
কেএফ