দেশের চলমান অস্থিরতা নিরসনে ও আসন্ন জাতীয় সংসদ নির্বচনে সকল দলের অংশগ্রহণের জন্য করনীয় সম্পর্কে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা হবে বলে আশাবদ ব্যক্ত করলেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।
তবে এ ব্যপারে এখনই বিস্তারিত কিছু বলতে চান না তিনি। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হবে বলে তিনি জানান।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, চলমান অচলবস্থা সমাধানে একটি শান্তিপুর্ন সমাধান খুঁজে বের করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের যদি রাজনৈতিক সদিচ্ছা ও নেত্রীত্ব থাকে এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকে, তাহলে শান্তিপূর্ণ আলোচনার পথ উন্মুক্ত হবে।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই মিডিয়া গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এ জন্য তাদের ধন্যবাদ।
বক্তব্যের শেষে তিনি বলেন, আমাকে আরও অনেকগুলো বৈঠক করতে হবে।
এর আগে সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনের সাথে দফায় দফায় বৈঠক করেন।
সোমবার সন্ধ্যায় আবারও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথে বৈঠক হবার কথা রয়েছে।