রাজধানীর পূর্ব তেজুতুরি বাজারে একটি ছয়তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে।
আগুন লাগার পরেই তেজগাঁও, মোহাম্মদপুর ও বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে ছয় তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। দ্বিতীয় তলায় সাইকেলের টায়ারের গুদাম ছিল।