নিষ্কর্মা এবং স্থুল মানুষের দেশে পরিণত হয়েছে সৌদি আরব। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ শতাংশ সৌদি নারী এবং এক তৃতীয়াংশ সৌদি পুরুষ কোন ধরনের কায়িক কর্মকান্ডে অংশগ্রহণ করেন না। খবর আরব নিউজের।
আরব নিউজ জানায়, সৌদি আরবের নাগরিকদের মাঝে স্থুলতার হার নির্ণয় করতে একটি জরিপ পরিচালনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। জরিপে দেখা যায়, প্রাপ্ত বয়স্কদের মাঝে এই হার ৪০ শতাংশ এবং শিশুদের মাঝে ১৮ শতাংশ।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থুলতা মূল কারণ হলো নিষ্ক্রিয়তা। জরিপে দেখা যায়, এক তৃতীয়াংশ পুরুষ পুরোপুরি অলস জীবন-যাপনে অভ্যস্ত। নারীদের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্থুলতার কারণে দেশটিতে ডায়বেটিসসহ বিভিন্ন রোগ মহামারি আকার ধারণ করেছে।
তারা আরও জানান, স্থুলতার ক্ষতি সম্পর্কে অজ্ঞ থাকার কারণেই এমনটি ঘটছে। এছাড়া নারীরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলেও ধর্মীয় অনুশাসনের দোহাই দিয়ে তাদের সব ধরনের খেলাধূলা এবং কায়িক কর্মকান্ড থেকে বিরত রাখা হয়।
তারা আরও জানান, সরকারিভাবে উপযুক্ত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে।