জ্বালানি ও বিদ্যুৎ খাতের জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। দুপুরে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এছাড়া বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা কর হয়।
কোম্পানির হিসেব অনুসারে সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামি ১৬ এপ্রিল।
২০১২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। একই বছর শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় আ ইপিএস ছিল ২ টাকা ১৪ পয়সা।
এ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৮ দশমিক ৪।
এমআরবি/