সিঙ্গাপুরে দাঙ্গায় বাসে অগ্নিসংযোগে বাংলাদেশি শ্রমিক জড়িত থাকার অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মাহবুবুজ জামান। সোমবার সকালে এক বিবৃতিতে তিনি এ ব্যাপারে বাংলাদেশের জনগোষ্ঠীকে সমপুর্ণভাবে শান্ত থেকে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার আহবান জানিয়েছেন । খবর চ্যানেল নিউজ এশিয়া ।
তিনি বলেন, এই ঘটনার সাথে বাংলাদেশি শ্রমিকরা যে জড়িত নেই সে ব্যপারে গণমাধ্যেমে প্রচুর তথ্য আছে ।
উল্লেখ্য, রোববার সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াতে বাস দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হলে ভারতীয় বিক্ষুব্ধরা রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ করে । ভাংচুর করে পুলিশের গাড়িও। পুলিশ দাঙ্গা ঠেকাতে সক্রিয় হলে হামলার মুখে পড়ে তারা । এ দাঙ্গায় বাংলাদেশি শ্রমিকরাও জড়িত আছে বলে অভিযোগ করা হয়।
জামান আরো জানান, সমাজ ও রাষ্ট্রের আইন-শৃংখলা, নিয়ম-নীতি মেনে চলে কতৃপক্ষকে সহায়তা করা আমাদের দায়িত্ব । আর আইন প্র্রয়োগকারী সংস্থাগুলোকেও তাদের নিয়ম-নীতি, আদর্শ অনুযায়ী দায়িত্ব পালন করা উচিত । এজন্য আমাদেরকে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সমঝোতার হাত বাড়াতে হবে ।