পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামি ১৮ মার্চ, মঙ্গলবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠকে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য ২০১৩ সালে এই কোম্পানির নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ১১ পয়সা।
২০১২ সালে এই কোম্পানি শেযারহোল্ডারদেরকে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো। ওই বছর শেষে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ২২ পয়সা। একই বছরে নয় মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিলো ১ টাকা ১১ পয়সা।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৯ দশমিক ২৬।
এমআরবি/